![]() |
প্রথমে আমরা আলোচনা করব কেন আপনি
ফরেক্স করবেন?
১. বিশ্বের সর্ববৃহত্তম যে মার্কেট
তা হল ফরেক্স মার্কেট।
২. এখানে প্রতিদিন ৪ ট্রিলিয়ন
(১০০০ বিলিয়নে ১ ট্রিলিয়ন) এর অধিক লেনদেন হয়।
৩. ফরেক্স একটি আন্তর্জাতিক অর্থনৈতিক
ব্যাবসা ।
৪. ফরেক্স ব্রোকারদের মাধ্যমে খুব
সহজেই এই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া যায়।
৫. ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর
যেকোনো প্রান্তের গ্রাহকের সাথে আর্থিক লেনদেন করা যায়।
৬. যেকোনো দেশের নাগরিক পৃথিবীর
যেকোনো প্রান্ত থেকে ফরেক্স ব্যবসা করতে পারে।
৭. শুধু প্রয়োজন ইন্টারনেট সংযোগ,
ভাল ব্রোকার এবং কপিউটার/ল্যাপটপ।
৮. গ্রাহকদের সুবিধার জন্য মোবাইলের
মাধমেও ফরেক্স ট্রেড করার ব্যবস্থা করা হয়েছে।
৯. সপ্তাহের সোমবার থেকে শুক্রবার
দিনরাত ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে।
১০. আপনি মাত্র ১০০ মার্কিন ডলারের
মাধ্যমে ফরেক্সে ট্রেড করতে পারবেন।
১১. ফরেক্স অনেক সহজলভ্য।
কেন আপনি ফরেক্স করবেন না? বা ফরেক্স
করতে কি কি লাগবে?
১. প্রথম যেটা প্রয়োজন তাহল বয়স
আপনার বয়স ২৫ এর উপর হতে হবে।
২. আপনার টাকা ইনভেস্ট করার যোগ্যতা
থাকতে হবে।যা কম বয়সের ছেলেদের থাকেনা।
৩. আর্থিক সচ্ছলতা থাকা আবশ্যক
যাদের অবস্থা খুব ভালোনা তারা মার্কেটে টিকে থাকতে পারেনা।
৪. লস হলে তা কাবার করার অন্য উপায়
থাকতে হবে। সাহসের দরকার।
৫. প্রচুর ধৈর্য্য তাকতে হবে। যাতে
সটিক সিদ্বান্ত নিতে পারে।
৬. এক কথায় ফরেক্স একটি লাভ জনক
পেশা আবার ক্ষতির সম্ভাবনা তার দ্বিগুন।
৭. একটি ভুলের কারনে আপনার একাউন্ট
জিরো হতে পারে।
এসকল কিছু আপনার মাঝে তাকতে হবে
অন্যতায় ফরেক্স আপনার জন্য নয় আপনি অন্য পেশার চেষ্টা করুন।
![]() |
কম রিক্স কম প্রফিট নিতে চেষ্টা করুন বেশি লোভ করলে বিপদে পরবেন।
0 Comments