ট্রেডিং করার জন্য বা পজিশন নেওয়ার জন্য আপনার অর্থের প্রয়োজন। এই আবশ্যক পরিমানকে মার্জিন বলে।
ফরেক্স ব্রোকার ক্লায়েন্টর জন্য আবশ্যক মার্জিন নির্ধারন করে দেয়। সাধারণত মার্জিনের পরিমান পজিশন সাইজের ১-২ % হয়ে থাকে। এটা লিভারেজ এর উপর নির্ভর করে ।
লিভারেজ কি?
লিভারেজ হল আপনার একাউন্টে
যা রয়েছে তারচেয়ে বেশী পরিমানে অর্থ দ্বারা আপনি পজিশন ওপেন করতে পারেন।
উদাহরণ স্বরূপ:
ধরুন আপনার বিনিয়োগ
১০,০০০ ডলার আপনার লিভারেজ ১:১ মানে কোন লিভারেজ নাই এখানে আপনি ব্রোকারের কাছ থেকে
কোন ধার নিচ্ছেন না। আপনি যদি ১০০ ডলার আয় করেন আপনার রিটার্ন হবে ১%(১০০/১০০০০=১০০)
লস করলে তার পরিমান সমান ১% ১০০ ডলার।
এখন ধরুন আপনার কাছে
১০,০০০ ডলার নাই বা আপনার সামর্থ নাই কিন্তু আপনি এই পরিমান অর্থ দিয়ে ট্রেড করতে চান।
লিভারেজ এর সাহায্যে আপনি তা করতে পারেন এক্ষেতে আপনার ঐ ১% সম পরিমান মানে ১০০ ডলার
লাগবে এখানে আপনার লেভারেজ হবে। ১:১০০ কারণ আপনি ১০০ ডলার দিয়ে ১০,০০০ ডলার সম পরিমান
ট্রেড ওপেন করছেন। বাকি ৯৯ % ব্রোকার প্রদান করছে। যদি $১০০ লাভ করে থাকেন তাহলে ১০০% আপনাকে ফেরত দেয়া হবে ($১০০/$১০০*১০০). কিন্তু, আপনি যদি $১০০ লস করে থাকেন, তাহলে তার ফলাফল -১০০% হবে।
আপনি হয়তো দেখতেই পাচ্ছেন, যে কারেন্সি পেয়ারে লিভারেজহীন পজিশনের তুলনায় লিভারেজ দিয়ে কারেন্সি পেয়ারে অল্প মুভমেন্টে বড় ধরনের লাভ অথবা লস হতে পারে।
আপনার টার্মিনালের “Trade” উইন্ডোতে আপনি “Balance”, “Equity” এবং “Usable Margin” এর ঘর দেখতে পাবেন। আপনার ব্যাবহারযোগ্য মার্জিন সর্বদা “Equity” বিয়োগ “Used Margin” এর সমান হবে।
![]() |
Leverage of power |
সাধারনত ব্রোকার মার্জিন কল নির্ধারণ করে দেয়। যেমন, যদি তা ২০% হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টের ইকুইটি যদি ২০% মার্জিনের নিচে নেমে যায় (আমাদের ক্ষেত্রে ২০% হচ্ছে $১০০ এর $২০) আপনি মার্জিন কল খাবেন। এক্ষেত্রে, আপনি ব্রোকারের পক্ষ হতে একটি বার্তা পাবেন যে আপনার পজিশন ক্লোজ করুন অথবা সর্বনিম্ন আবশ্যক মার্জিন বজায় রাখতে আরও অর্থ ডিপোজিট করুন। তারসাথে, সতর্ক থাকবেন যে ব্রোকার আপনার পজিশন বর্তমান মার্কেট প্রাইসে ক্লোজ করতে বাধ্য হবে, যদি আপনার ডিপোজিটের তুলনায় লস স্টপ আউট লেভেলের পৌঁছে যায়। স্টপ আউট যদি ১০% হয়ে থাকে, তাহলে এটা হবে যদি আপনার ইকুইটি $১০ (মার্জিনের ১০%) এ নেমে যায়। মাঝেমাঝে, মার্জিন কল এবং স্টপ আউট একই হয়ে থাকে, আর আপনার ইকুইটি যদি সর্বনিম্ন চাহিদার ১০০% এর নিচে নেমে যায় তাহলে আপনার ট্রেড পজিশন কোন ধরনের সতর্ক ছাড়াই ক্লোজ করে দেয়া হবে।
প্রত্যেক ধরনের অ্যাকাউন্টের জন্য আবশ্যক মার্জিন, মার্জিন কল এবং স্টপ আউট লেভেল ব্রোকার কতৃক নির্ধারিত হয় এবং তা ওয়েবসাইটে দেয়া থাকে। ট্রেডার হিসেবে, আপনি যেন মার্জিন কল অথবা স্টপ আউট লেভেলে হিট না করেন তার সর্বাত্মক চেষ্টা করবেন।
“Chittagong forex
trading academy”
A leading forex
training academy in Chittagong Bangladesh
Learn Forex Trading
in Bangladesh.
0 Comments