কিভাবে আপনি ফরেক্স
সম্পর্কে জানলেন?
ফরেক্স ট্রেডিং এর উৎসাহ
আপনাকে কে দিয়েছে?
ফরেক্স ট্রেডের ঝুকি
সম্পর্কে আপনার কি ধারনা আছে?
আপনি কি ডেমো প্রেক্টিস
করেছেন? করলে কত দিন করেছেন?
প্রতিদিন সর্বমোট কত
লট এর ট্রেড করেন?
আপনার লট সাইজ পরিমান
কত?
প্রতি এন্ট্রিতে আপনার
লাভের পরিমান কত?
আপনি কি রিস্ক মেনেইজম্যান্ট
ফলো করেন?
প্রতিদিন কতটি কারেন্সি
পেয়ারে আপনি ট্রেড করেন?
ট্রেড করার জন্য আপনি
কতটি ইনডিকেটর ব্যবহার করেন?
এখন পযর্ন্ত আপনার প্রফিট/লস
কি পরিমান?
উত্তর: হতে পারে আপনি
গুগুল,উইটিউব,বিভিন্ন ওযেভ সাইট, ফেইসবুক, বা আপনার বন্দুর কাছ থেকে বা আপনার বড় ভাই
কাছে ফরেক্স সম্পর্কে জানতে পেরেছেন। বাট কিভাবে আপনি ট্রেডিং এ উৎসাহ পেয়েছেন কৌতুহলে
নাকি লোভে পড়ে নাকি প্রলোভনে।নাকি আপনার স্ব ইচ্ছায়।মনে করার চেষ্টা করুন আপনি কি ফরেক্স
ট্রেডের ঝুকি সম্পর্কে জানেন বা জানতেন কিনা যদি জানেন তাহলে ভালো না জানলে জেনে নিবেন।ফরেক্স
ট্রেডিং শুরু করার আগে আপনি কি ডেমো একাউন্টে প্রেক্টিস করেছেন কিনা? যা আপনার বেসিক
থেকে এডবান্স সবকিছু নির্নয় করে দিত। আপনার ভুল গুলো আপনাকে ধরিয়ে দিত বা আপনি অভিজ্ঞ
ট্রেডার হয়ে উটতেন।যদি ডেমো না করে থাকেন তাহলে লাইভ অফ করে আগে ডেমোতে একাউন্ট কিভাবে
ঠিক রাখতে হয় তা শিখুন।
প্রতিদিন কত লট এর ট্রেড করেন এটা একটা গুরত্বপূর্ন বিষয় এটা সম্পূর্ন নির্ভর করবে আপনার ব্যালেন্স উপর কি পরিমান টাকা আপনি রিস্ক নিতে পারবেন আমার মতে যদি আপনার ব্যালেন্স ১০০ ডলার বা তার কম হয় তাহলে আপনি ০.১ বা সর্বউচ্ছ ০.০২ লট সাইজে ২ থেকে ৩ টি ট্রেড করতে পারবেন প্রতিদিন এটাই করা উচিত আপনার আর যদি আপনার ব্যালেন্স বেশি হয় তাহলে সর্ব উচ্ছ ০.৫ লট সাইজে আপনি ট্রেড করতে পরেন এর বেশি লট নিতে হলে আপনাকে ভারি একাইন্ট করতে হবে মানে কোটি টাকার একাউন্ট করতে হবে।
রিস্ক মেনেইজম্যান্ট টিক রেখে আপনার প্রফিট লস নির্ধারন করা উচিত।সর্ব উচ্ছ ৪/৬ টি করেন্সি পেয়ার ফোলো করা উচিত যেগুলো মেইন পেয়ার সেগুলো সিলেক্ট করা উচিত।ট্রেডিং সেট আপ যত টুকু সম্ভব কোলামেলা রাখা উচিত বেশি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা উচিত নয়। নেকেট চার্ট ফলো করা দরকার। এখন পযর্ন্ত আপনার লাভ বা লস কতটুকু তা বের করে চিন্তা করুন।
প্রতিদিন কত লট এর ট্রেড করেন এটা একটা গুরত্বপূর্ন বিষয় এটা সম্পূর্ন নির্ভর করবে আপনার ব্যালেন্স উপর কি পরিমান টাকা আপনি রিস্ক নিতে পারবেন আমার মতে যদি আপনার ব্যালেন্স ১০০ ডলার বা তার কম হয় তাহলে আপনি ০.১ বা সর্বউচ্ছ ০.০২ লট সাইজে ২ থেকে ৩ টি ট্রেড করতে পারবেন প্রতিদিন এটাই করা উচিত আপনার আর যদি আপনার ব্যালেন্স বেশি হয় তাহলে সর্ব উচ্ছ ০.৫ লট সাইজে আপনি ট্রেড করতে পরেন এর বেশি লট নিতে হলে আপনাকে ভারি একাইন্ট করতে হবে মানে কোটি টাকার একাউন্ট করতে হবে।
রিস্ক মেনেইজম্যান্ট টিক রেখে আপনার প্রফিট লস নির্ধারন করা উচিত।সর্ব উচ্ছ ৪/৬ টি করেন্সি পেয়ার ফোলো করা উচিত যেগুলো মেইন পেয়ার সেগুলো সিলেক্ট করা উচিত।ট্রেডিং সেট আপ যত টুকু সম্ভব কোলামেলা রাখা উচিত বেশি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা উচিত নয়। নেকেট চার্ট ফলো করা দরকার। এখন পযর্ন্ত আপনার লাভ বা লস কতটুকু তা বের করে চিন্তা করুন।
এবার আপনার ভুল গুলো
বের করুন আর আপনার ভুল গুলো ঠিক করেনিন যা যা করনীয় করে ফেলুন। একটা সাজেশন থাকবে ফরেক্স
রাতারাতি টাকা কামানোর মিশিন না পজিটিব চিন্তা করুন ফরেক্স যদি এতই সহজ হত তাহলে সবাই
তো টাকা টাকা করে দৌড়ায়তো না। প্রফিট করার চিন্তা না করে আগে ফরেক্স টা কিভাবে করে
সেটা শিখুন প্রফিটতো এসে যাবে আপনি ও বুজবেন না। বাই সেল করলে তাকে ট্রেডিং বলে না
আপনাকে প্রত্যেকটি এন্ট্রিতে এনালাইস করতে হবে তার পিছনে রিসন থাকতে হবে তাহলে আপনি
ট্রেডিং এ প্রফিট করতে পারবেন।
0 Comments