![]() |
ফরেক্স
একটি সাধনার বিষয় চরম
ধৈর্য্যশীল দের এখানে সফলতা
এসে থাকে। ফরেক্স কোন
রাতারাতি মালদার হওয়ার জায়গা
না কখনো মনে করবেন
না এখানে আসলেই আপনি
টাকা ইনকাম করতে পারবেন।
তার চেয়ে বেশি এখান
থেকে শতকরা ৯৫ ভাগ
মানুষ লুসার থাকে মাএ
৫ ভাগের মত এখানে
ঠিকে থাকে। তার কারন
যারা নতুন ট্রেড করে
তারা না জেনে না
বুজে এখানে কাজ আরম্ভ
করে শেষে তারা একাউন্ট
জিরো করে মার্কেট ছেড়ে
দেয়। পর্যাপ্ত পরিমান জ্ঞান না
থাকায় তারা মূলধন হারায়।
ফরেক্স
কোন বেটিং না বা
গেম না কারন ফরেক্স
কোন নিয়ন্ত্রক নাই যে সে
ইচ্ছা করে মার্কেট কে
তার ইচ্ছা মত পরিচালনা
করবে। মার্কেট তার আপন গতিতে
চলে। ফরেক্স মার্কেটে সফল
হতে আপনাকে শিখতে হবে
কিভাবে মার্কেটে সার্ভাইব করে ঠিকে থাকতে
হয়।যেমন টা জঙ্গলে একা
একটা মানুষ জীব জন্তুর
সাথে প্রতিকুল অবস্থায় ঠিকে থাকে। আপনাকে
শিখতে হবে কেমন করে
সঠিক খাবার টা শিকার
করবেন এবং কত সময়ে
শিখার করতে হবে। কোন
শিকার টা আপনার অনুকুলে
থাকবে। এভাবে যদি শিখার
করে আপনি বাচঁতে পারেন
তাহলে আপনি আসল শিখারি।
আপনি
পারবেন ফরেক্স থেকে চলমান
লাভ ভোগ করতে। তাই
ভালে করে শিখুন তারপর
কাজ শুরু করুন। ফরেক্স
মার্কেটে জীব জন্তু কাকে
বললাম এটা কিভেবে ছেন
আপনি? হা তার উত্তর
হল মার্কেট মেকার, যারা বিলিয়ন
ডলার ট্রেড করে থাকে
তাদের কে আমি বলি
ফরেক্স বিগ গাই। আর
আমরাতো ফুটি মাছ রুই
মাছ, কাতলা মাছ, বেশি
পানিতে যেতে পারিনা আবার
অল্প পানিতে তেও মারা
যাই। তাই আমাদের ট্রেডিং
পরিকল্পনা এমন টা হওয়া
উটিত আমরা বেশি পানিতে
যাবো না ও কম
পানিতে ও নামবো না
আমরা মধ্যম আচের পানিতে
বেসে থাকার চেষ্টা করব।
আসুন
ফরেক্স কে জয় করি।
সন্দুর দেশ গড়ি।
0 Comments