How to Back testing your trading strategy

 What is the benefit of back testing ?

Back testing কি?
Back testing কেন করবেন?
Back testing কিভাবে করবেন?
Back testing জন্য কি ফলো করবেন? 
How to Back testing your trading strategy bangla
How to Back testing your trading strategy


প্রথমে আসি Back testing কি?
Back testing হল হিসটোরিকাল ডাটাকে ফলো করে আপনার ট্রেডিং স্ট্রেটেজি চেক করা। Back testing দুই ভাবে করা যায়। এক কোডিং করে আপনার টেমপ্লেইট রেডি করে এ্যাপলাই করা। দুই কোডিং ছাড়া আগের ডাটা হাইড করে ট্রেডিং সেট আপ চেক করা।

Back testing কেন করবেন?
রিয়াল মানিতে ট্রেড করার আগে আমরা বলি ডেমোতে প্রেকটিস কর। কিন্তু অনেকে আছে ট্রেডিং শিখার আগে ট্রেডিং করতে বসে যায়। শুধু মাত্র বাই ও সেল করতে পারলে হল সে নিজেকে ট্রেডার মনে করে। এটা ভুল ধারণা, ধরুন আপনি একটা অচেনা শহরে যাবেন তার জন্য আপনার বর্তমানে গুগুল ম্যাপ সাহায্য নিলে আপনি সহজে শহর টাকে হাতের মুটোই জানতে পারবেন কোথায় কি আছে। আর আপনি যদি সরাসরি ঐ শহরে কোথায় কোন জায়গাতে কি আছে তা যদি জানতে চান আপনি অযথা পথ হারিয়ে বিপদে পড়বেন। তেমনি ভাবে ট্রেডিং এর ক্ষেত্রে একই জিনিস আপনাকে ফলো করতে হবে। জানতে হবে আপনার ট্রেডিং সিসটেম টা কিভাবে কাজ করে, টিক ভাবে আপনাকে সঠিক পথের নির্দেশনা দিচ্ছে কি না। Back testing হল এক কথায় আপরার দীর্ঘ পথ পাড়ি দিবার জন্য যোগ্য হাতিয়ার যাচাই করা যেটা আপনাকে বিজয়ি করবে।

Back testing কিভাবে করবেন?
Back testing করতে আপনার কোডিং যানা দরকার কোডিং করে আপনি আপনার মত করে টেমপ্লেইট তৈরি করেন। যদি কোডং না জানেন সে ক্ষেত্রে পূর্বের ডাটা হাইড করে কিবোর্ড থেকে F12 চেপে চার্ট সামনে মুভ করেন তারপর আপনার এন্ট্রি পয়েন্ট খুজে বের করেন।

Back testing কি ফলো করবেন?
আপনার  প্রতি ট্রেড এ ঝুঁকি কত?
কোন টাইম ফ্রেম আপনি ট্রেডিং করবেন?
আপনি কোন বাজারে ট্রেড করছেন?
আপনার এন্ট্রি ট্রিগার কি?
আপনার স্টপ লস কোথায়?
আপনি কিভাবে আপনার ট্রেড ক্লোস করবেন?
কোথায় আপনার প্রফিট বুক হবে?

0 Comments