সবাই ট্রেডিং শুরু করে
একটি ভাল কেরিয়ার হিসাবে যাতে মাসিক কিছু ভালো অংকের টাকা ইনকাম করে লাইফ টা সহজ করতে
পারে। কিন্তু লক্ষ্য করবেন সবাই ট্রেডিং এ সফল হয়না শতকরা ১০% ট্রেডার সফল হয়। ভাবছেন
কিভাবে তারা সফল হয় যদি লক্ষ্য করেন তাহলে কিছু ভিন্নতা আপনি আপনার ট্রেডিং এর সাথে
পেয়ে যাবেন। জেনে রাখি কি সেগুলো।
![]() |
how to improve trading style- forex mindset |
আপনার ভুলগুলো
বের করুন।
আপনার ট্রেডিং পদ্বতি
কি রকম?
আপনার উইং রেটিও কেমন?
আপনি কাকে ফলো করছেন?
আপনার ট্রেডিং পদ্বতি
কি পরিক্ষিত?
আপনি মাসিক বা সপ্তাহিক
কয়টা ট্রেড করেন?
আপনার রিস্ক ম্যানেইজমেন্ট
কত?
যদি আপনি কাউকে ফলো
করেন বা কোন ট্রেডিং পদ্বতিতে ট্রেড করবেন ভাবছেন তাহলে আপনি ডেমোতে আগে পরিক্ষা করে
দেখবেন যদি আপনি ভালো করেন তাহলে আপনি লাইভে যাবেন।
কারো ট্রেডিং পদ্বতি
ভালো হলে তাযে আপনার জন্য ভালো হবে তা কিন্তু ভুল। কারণ তার ট্রেডিং পারসোনালিটির সাথে
আপনার টা না ও মিলতে পারে। বা সেটা আপনার সাথে মিলতে সমস্যা হতে পারে। ট্রেডিং এ সবার
নিজস্ব একটা স্টাইল থাকে তা যদি না মিলে তাহলে কোন ট্রেডিং পদ্বতি আপনার জন্য ভালো
হবে না। সর্ব প্রথম আপনার সাথে মানান সয় একটা পদ্বতি বাছাই করুন।
সঠিক ট্রেডিং পদ্বতি
আপনাকে অনেক কন্ফিডেন্স দিবে। সময় দিয়ে আপনার ট্রেডিং পদ্বতি পরিক্ষা করুন। এটাই আপনার
ট্রেডিং কে অনেক উন্নতি করবে।
0 Comments