What is forex Who trades forex and why

What is forex trading ?
Forex=  Foreign Exchange
Trading of one currency for another
Who trades forex and why?
Central Banks
Banks
Corporations
Retail traders
Advantages of forex trading
High liquidity
Low barrier to entry
Better risk management
Trade anytime you want
Low transaction cost
 
what is forex , Who trades forex and why?


ফরেক্স যাকে আমারা এক কথায় ফরেন কারেন্সি বলি। যেখানে একটা কারেন্সির বিপরিতে অন্য কারেন্সিতে buy and sell করা হয়।

উদাহরণ: স্বরূপ ধরুন আপনি একটা জায়গায় বিদেশ ভ্রমন করছেন ধরে নিচ্ছি আপনি ইন্ডিয়াতে যাবেন। যখনি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করবেন তখনি আপনার হাতের বাংলাদেশি টাকা ইন্ডিয়াতে চলবে না আপনাকে ইন্ডিয়ান রুপি ক্রয় করতে হবে তার জন্য আপনি যে কোন মানি এক্সচেন্জার থেকে বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ার রুপি পাবেন। এখানেই আপনি ফরেন কারেন্সি এক্সচেন্জ করলেন। এটাকে ডিজিটাল প্লাট ফরমে আমরা ঘরে বসে নিজ নিজ কম্পিউটার বা মোবাইলে করে থাকি।  

ধরুন আপনি ইন্ডিয়াতে ১০০ রুপি নিয়ে গেলেন আপনার ১০০ রুপি কিনতে খরচ হয়েছে ১ x ৩= ৩, মানে বাংলার ১ টাকা = ইন্ডিয়ার ৩ টাকা (মনেকরি)। এখন ৩ x ১০০= ৩০০, টাকা। আপনার ১০০ রুপি ক্রয় করতে বাংলাদেশি ৩০০ টাকা খরচ হয়েছে। ধরুন ইন্ডিয়াতে আপনি ৫০ টাকা খরচ করেছেন বাকি ৫০টাকা আসার সময় আবার এক্সচেন্জ করতে গেলেন দেখলেন হঠাৎ ইন্ডিয়ার রুপির দাম ভেড়ে গেল (মনেকরি)তখন যদি ইন্ডিয়ার টাকা ৩ টাকা থেকে ভেড়ে হয়ে গেল ৪ টাকা তখন আপনি ৫০ রুপি দিয়ে বাংলা টাকা কত পাবেন। ৩ টাকা দর থাকলে আপনি পেতেন ৩ x ৫০=১৫০টাকা, এখন ৪ টাকা দরে পাবেন ৪ x ৫০=২০০ মানে আপনার ৫০ টাকা লাভ হল মার্কেটের উঠতির কারনে। আশা করি বুঝাতে পেরেছি।

ফরেক্স মার্কেটে কারা ট্রেড করে এবং কেন করে?

ফরেক্স মার্কেটে কারা ট্রেড করে জানুন
১. সেন্ট্রাল ব্যাংক
২. ব্যাংক
৩. কর্পোরেশন
৪. রিটেইলার ট্রেডার

ধরুন আমি বাংলাদেশ কে দিয়ে আপনাদের উদাহরন টা বুঝায়, প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংক আছে সেন্ট্রাল ব্যাংক ডিল করবে বা মেজর ব্যাংক গুলোর সাথে মেজর ব্যাংক গুলো ব্যবসার জন্য দুই জনের দিকে যাবে কিছু ব্যাংক ইনবেস্ট ফান্ড দিকে যাবে কিছু ব্যাংক কমার্শিয়াল কোম্পানিকে টার্গেট করবে ব্যাসার জন্য নিচের চিত্র দেখুন। 
who trade in forex market
who trade in forex


কর্পোরেশন রা কিভাবে ট্রেড করে:
ধরুন বাংলাদেশে কাপড় তৈরি হচ্ছে কিন্তু কাপড় তৈরিতে যে র-মেটেরিয়াল গুলো লাগে তাতো বেশির ভাগের চাইনা থেকে আমদানি করতে হয়। তার জন্য আমাদের কর্পোরেট ব্যাবসায়ীদের কে চীন যেতে হয় লেনদেন জন্য বড় এমাউন্ট এক্সচেন্জ করতে হয় এটা মার্কেটের উপর প্রবাভ পরে এরা চাইলে মার্কেটে নাড়া দিতে পারে।

রিটেইলার ট্রেডার:
সর্বশেষ হল রিটেইলার ট্রেডার মানে আপনি আমি যার কারনে আপনি এই আর্টিক্যাল পড়ছেন।

ফরেক্স ট্রেডিং এর সুবিধা:
যে কোন টাইমে এটা করা যাই।
যে কোন জায়গা থেকে এটা করা যাই।
রিস্ক ম্যানেইজমেন্ট করা যাই।
লিকুইডিটি পাওয়া যায়।
শেয়ার মার্কেটের চাইতে সহজ।
বেশি কমিশন নাই।
ঘরে বসে করা যাই।
সহজে একাউন্ট করা যাই।
ট্রেডিং করা সহজ।
লেনদেন সহজ।

0 Comments