কিভাবে খুজে পাবেন trend reversal double bottom pattern, আমরা জানি মার্কেট যখন তার গতি পরিবর্তন করে, তখন আমরা মের্কেটের আচরন বুজে জানতে পারি মার্কেটে খুব তাড়াতাড়ি ট্রেন্ড পরিবর্তন হবে।
এ আচরন বুজতে আমরা অপেক্ষা করি মার্কেটের কিছু পরিচিত কমন পের্টান এর উপর। সে রকম একটা কমন পের্টান হল double bottom chart pattern, আমরা সাধারণত বই এ বা গুগুল ইমেইজ মাধ্যমে কম বেশি সবাই এই প্যার্টান এর সাথে পরিচিত, এবং অনেকে আছেন যারা ছিনেন কিন্তু আমরা যখনি মার্কেটে অবস্থান করি তখন এই প্যার্টান গুলি আমরা ধরতে পারিনা বা চিহ্ননিত করতে পারিনা। চিত্রে আমি সহজ ভাবে দেখাবার ট্রাই করলাম।
![]() |
candlestick pattern |
কন্ডিশন:
কি কি কন্ডিশন গুলা থাকলে আমরা একটা double bottom পেতে পারি?
১। একটা লম্বা ডাউন ট্রেন্ড থাকতে হবে।
২। ডাউন ট্রেন্ড নিচের মাথায় একি প্রাইসে দুই টা বটম হতে হবে।
৩। দেখতে কিছুটা ইংরেজিতে w মত মনে হবে।
৪। অনেক সময় পরির্পূন w মত হয়না।
৫। যতক্ষ বটম ট্রেন্ড লাইন কে ব্রেক করে উপরে যাবেনা তক্ষন পর্যন্ত এটা পরির্পূন ডাবল বটম হবেনা।
ট্রেড কিভাবে করবেন?
যখন ডাবল বটম হয়ে ট্রেন্ড লাইন ব্রেক করবে তখনি আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এস এল হবে বটম ১০ পিপস নিচে আর টিপি হবে পরবর্তি ট্রেন্ড ডায়রেকশন পর্যন্ত।
0 Comments