What are psychological levels?

What are psychological levels?


Psychological মানেটা বুজতে হবে, মানসিক চিন্তা ধারা লাইক মেন্টাল এন্ড ইমোশন।
ধরুন আপনার একটি দামি কার আছে তা নিয়ে আপনি বন্দুদের সামনে গেলেন এখন এক বন্দু আপনাকে জিজ্ঞাসা করল দোস্ত তোর কার টার দাম কত , কত দিয়ে কিনেছ। এখন ধরুন আপনি কার টা কিনেছিলে ১৯ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে এখন বলার সময় আপনি কি তাকে সেইম প্রাইস টা সিমপল এভাবে বলবেন নাকি আপনি কাছাকাছি রাউন্ড ফিগার টা বলে দিবেন যাতে আপনার ফিগার টা সুন্দর হয়। একি ভাবে ফরেক্স তেমন রাউন্ড ফিগার একটা গুরুত্ব আছে। এটাই হল psychological levels।

এ রাউন্ড লেভেল গুলা আমাদের কে ফারপেক্ট সার্পোট ও রেসিস্টেন্স লেভেল খুজে বের করতে সাহায্য করে। এবং মার্কেট price structure বুজতে সহজ হয়।


কিভাবে এ লেভেল গুলাতে ট্রেড করবেন?
প্রাইস একশন ট্রেডিং এ যখন একটা রাউন্ড ফিগার লেভেলে দুই বা তিন এর অধিক টেস্ট হয় তাহলে বুজতে হবে এ লেভেল টা খুবি গুরুত্বর্পূন লেভেল এই লেভেলটাকে আপনার ফোকাসে রাখতে হবে। প্রাইস যখন এসমস্ত লেভেল ব্রেক করে সাধারণত তখন মার্কেট সে দিকে মুভ করার সম্ভাবনা থাকে বেশি। তো আপনার ট্রেডিং সিস্টেম অনুযায়ী আপনি এই সব ব্রেকিং পয়েন্ট এ ব্রেক আউট সিস্টেম ট্রেড করতে পারেন।

0 Comments