Covid 19 corona virus করোনা ভায়রাস পরিক্রমা কেমন হবে আগামির বিশ্ব অর্তনিথীর চেহারা

যারা ফরেক্স ও পুজি বাজারে আছেন তাদের জন্য এখন বিষয় গুলা গুরুত্বপূর্ন। বর্তমান বৈশ্বিক পরিস্থতিথি মোকাবেলার জন্য সকল দেশ কিন্তু একপ্রকার একটা ভয় ও সংকার মধ্যে আছে। কেমন হবে প্রতিটি দেশের আগামি অর্থনিথী , কথটুকু ক্ষতি হবে এই করোনা ভায়রাস তার অনুমান করা সম্ভব হচ্ছে না।



Covid 19 corona virus বৈশ্বিক এই অবস্থার কারনে কি হবে ও কেন হবে।

  • সকল দেশের উৎপাদন কমে গেছে
  • সকল দেশের কন্সট্রাকশন কাজ বন্দ্ব হয়ে গেছে
  • সকল দেশের আমদানি ও রপ্তানি কাজ খুব অল্প আকার ধারন করেছে
  • সরকার ও জনগনের  রিজার্ব সম্পদ পুরিয়ে আসবে
  • ইনকামের পথ বন্দ্ব হওয়াতে জনগনের উপর  দুর্ভোগ নেমে আসবে
  • সম্পদ শালিরা কোন ভাবে বেছে থাকবে
  • অস্থির হয়ে উঠবে জাতি বেছে থাকার জন্য
  • দেশের আইনের পরিস্থিতি খারাপের দিখে যাবে
  • বেকার হয়ে যাবে কোটি কোটি মানুষ
  • পরিবেশের উপর নির্ভর করবে সবাই
  • মৃত্যুর হার বেরে যাবে


এই অবস্থায় কি করনিয়?
  • প্রথমত সরকারের উচিত সমস্থ চলমান প্রকল্পগুলা বন্দ্ব করে দেওয়া
  • শুধু মাত্র সাস্থ্য খাতে জোর প্রচেষ্টা দেওয়া।
  • সকল মানুষের সু সাস্থ্য দিকে লক্ষ রাখা
  • সাস্থ্য খাতে ব্যয় করা
  • অন্য সকল ক্ষেত্রে বিনিয়োগ বন্দ্ব রাখা
  • সাস্থ্যের উন্নতির দিকে লক্ষ্য রাখতে হবে
  • কোরানটাইন টাইম কে আরো লম্বা করা
  • সাস্থ্য সচেতনা বাড়িয়ে দেওয়া
  • দেশের সব স্তরের মানুষকে যেন অনাহারে না থাকতে হয় সে দিকে লক্ষ্য রাখা
  • পর্যাপ্ত টেস্ট করা এবং তা সমগ্র গ্রামে গ্রামে চালু করা।


আমাদের করনীয় কি?
  • হোম কোরান্টাই মেনে চলা
  • সরকার কে সাহায্য করা
  • নিরাপদ দুরুত্ব বজায় রাখা
  • সাবান দিয়ে হাত দোয়া
  • মুখে কাপড় দেওয়া
  • জরুরি অবস্থা ছাড়া ঘর থেকে বের না হওয়া
  • অনলাই নে সবার সাথে যোগাযোগ রক্ষা করা
  • বেশি মানুষ এক সাথে সমাগম তৈরি না করা




ফরেক্স ও পুজি বাজারে যারা আছেন তারা কি করবেন।
  • সর্ব প্রথম কোন দেশে বেশি পরিমানে আক্রান্ত হচ্ছে তার সঠিক তথ্য রাখা
  • কোন দেশ কি পরিমানে এটার মোকাবেলার জন্য প্রস্তুত তা যাচায় করা
  • দৈনিক সংবাদ আপডেট রাখা
  • প্রত্যেক দেশের মৃত্যুর হার দেখা
  • কোন দেশে ভালো রিকবার করতে পারতেছে তা যাচাই করা


ফরেক্স ট্রেডারদের করনিয় ও লক্ষনিয় বিষয়:
  • সাপ্লাই ও ডিমান্ড লেভেল ছাড়া কোন ধরনের পজিশন না নেওয়া
  • ফান্ডামেন্টাল নিউজের গুরুত্ব এখন সবছেয়ে বেশি
  • প্রত্যেক ঘন্টার নিউজের সাথে আপডেট থাকা
  • প্রতিটি দেশের প্রেসিডেন্ড ও সাস্থ্য মন্ত্রনালয়ের নিউজ রাখা
  • প্রেসিডেন্ড এর স্পিচ এখন গুরুত্বপুর্ন বিষয়
  • এখানে ট্রেন্ড লাইন ভুমিকা কম হবে

পরিসমাপ্তি:
বিশ্ব অর্থনিথীর চরম এই  বিপর্যয় যেটা ২য় বিশ্ব যুদ্বের পর বড় কোন মন্দা লক্ষন দেখতে পারবে সারা বিশ্ব এই যুদ্ব সারা প্রথিবীর মানুষের সাথে একটি ভায়রাসের যুদ্ব।  যাথে সারা প্রথিবীর অর্থনিথী 20 বছর পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে ধারনা করা হচ্ছে। সুস্থথাকুন বেচে থাকুন। অন্যকে বাচতে দিন। 

0 Comments