how to open forex trading account

ফরেক্স ট্রেডিং করার জন্য প্রয়োজনীয় কিছু বিষয়

  • আপনার বয়স আঠার (১৮) উপর হতে হবে
  • আপনার জাতীয় পরিচয় পত্র লাগবে
  • অথবা পাসপোর্ট লাগবে
  • একটি ব্যাংক স্ট্যাটম্যান্ট বা ইন্টারনেট বিল বা বদ্যিুত বিল লাগবে





আপনার পার্সোনাল ভেরিফিকেশন ও আপনার ঠিকানা ভেরিফিকেশন করা হবে। শুধু মাত্র জাতীয় পরিচয় পত্র ও ব্যাংক ডকুমেন্ট থাকলে  আপনি যে কোন ব্রোকার হাউসে একাউন্ট খুলতে পারেন। ব্রেকার একাউন্ট পরিপূর্ন ভেরিফাই করার জন্য এগুলা প্রয়োজন।

যাদের ফরেক্স একাউন্ট নাই তারা একটি রিয়াল একাউন্ট খুলন:
  • যাদের সামর্ত কম যারা ১০০ ডলার ডিপোজিড করতে পারবেন না তারা FBS.com একাউন্ট করতে এই লিংক প্রবেশ করুন www.fbs.com
  • যাদের সামর্ত আছে যারা ১০০ ডলার বেশি ডিপোজিড করতে পারবেন তারা Tickmill.com একাউন্ট করতে এই লিংক প্রবেশ করুন  www.tickmill.com


আরো জানতে ভিডিওটি দেখুন: https://youtu.be/PjhEqUlcySc


এরপর যে বিষয়টি দরকার তাহল লেনদেন বিষয়। ফরেক্স লেনদেন কিভাবে হয়?

ফরেক্স ব্রোকারে প্রত্যেকটা ব্রোকার হাউসে মাষ্টার কার্ড ও ভিসা কার্ড দিয়ে লেনদেন করা যায় কিন্তু বাংলাদেশ সরকারের কিছু জঠিলতার কারনে এখন সেটা করা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এটা দিয়ে লেনদেন করা যাবে। ফরেক্স ব্রেকার দের আরো অনেক লেনদেন এর পথ আছে তারা বিভিন্ন অনলাইন ই ওয়ালেট ব্যবহারের সুযোগ রেখেছে যা দিয়ে আমরা প্রথিবির যে কোন জায়গা থেকে লেনদেন করতে পারি। সেগুলা হল,
  • নেটেলার
  • স্ক্রীল
  • পেপাল
  • পারফেক্টমানি
  • ওয়েভমানি
  • স্টিক পে
  • লোকাল ট্রেন্সপার
  • ব্যাংক ট্রেন্সপার

এখানে আমাদের জন্য সব তেকে ভালো যে পেমেন্ট সিস্টেম সেটি হল স্ক্রীল। কারন স্ক্রীল সাথে বাংলাদেশ সরকারের আই,সি,টি ভিবাগের সাথে 2020 সালে চুক্তি সম্পন্ন হয় যার মাধ্যমে আপনি স্ক্রীল থেকে বাংলাদেশের যে কোন ব্যাংক  থেকে টাকা লেনদেন করতে পারবেন।

লেনদেন টা কিভাবে হয়?
অনেকে ব্যাপারটা বুঝেন না তাদের জন্য আরেক টু বুজিয়ে বলি আপনাকে একটি স্ক্রীল একাউন্ট খুলতে হবে, তারপর স্ক্রীল ডলার ডুকাতে হবে এরপর সেই ডলার আপনার ফরেক্স ব্রোকার একাউন্ট ডুকাতে হবে। এরপর প্রফিট হলে তা ব্রোকার থেকে স্ক্রীল এ পাটাবেন, পরে স্ক্রীল তেকে আপনার ডলার গুলা বাংলাদেশের যে কোন ব্যাংক এ ট্রান্সফার দিবেন। তাহলে আপনার টাকা আপনার ব্যাংক একাউন্ট এ চলে আসবে বাংলাদেশি টাকা হিসাবে।

স্ক্রীল একাউন্ট করতে কি প্রয়োজন?
স্ক্রীল একাউন্ট করতে আপনার জাতীয় পরিচয় পত্র ও একটি ব্যাংক স্ট্যাটমেন্ট লাগবে। যে গুলা দিয়ে আপনার পারসোনাল ভেরিফিকেশন ও ঠিকানা ভেরিফিকেশন করতে হবে। আপনার বয়স অবশ্যই ১৮ বছর উপর হতে হবে। লেন দেন জন্য,
  • একটি স্ক্রীল একাউন্ট খুলুন  www.skrill.com
  • অথবা একটি নেটেলার একাউন্ট খুলুন www.neteller.com

1 Comments

  1. Thanks to the author for sharing details about forex trading

    ReplyDelete