আন্তর্জাতিক মার্কেটে
সফল হওয়ার পিছনে ফরেক্স ট্রেডিং এ ব্রোকার একটি গুরুত্বপূর্ন জায়গা।একজন
কারেনসি ট্রেডার হয়ার ধরুন আপনাকে আপনার চাহিদা অনুযায়ী সবধরনের টুলস ব্যবহারের রাইট
আছে এবং তা ব্রোকারদের উচিহ প্রদান করা।অনেক ব্রোকার আছেন যারা সবগুলো বিষয় আপনাকে
উন্মুক্ত করে দেয় না।
এ ক্ষেত্রে আপনার বিনিয়োগ
শৈলীটি বোঝার জন্য কোন FX ব্রোকার আপনার পক্ষে সেরা ফরেক্স ব্রোকার হিসাবে কাজ করতে
পারে তা নির্ধারণ করতে সহায়তা করতে পারে।আমার জানামতে বিশেষ একটা ব্রোকারের সাথে পরিচয়
যেটা আপনার কাছেও ভালো লাগবে আমার লিখা গুলো যাচাই করে দেখুন।
FBS হচ্ছে একটি আন্তর্জাতিক কোম্পানি যার উপস্থিতি ১৯০টির বেশী দেশে রয়েছে। 9 000 000 এরবেশী ট্রেডার এবং 370 000 এরবেশী পার্টনার FBS কে নিজের পছন্দের ফরেক্স কোম্পানি হিসেবে বেছে নিয়েছে।
কাস্টমারদের সবচেয়ে
ভালো অভিজ্ঞতা
দিতে FBS সেমিনার
এবং বিশেষ
ইভেন্টের আয়োজন
করে থাকে,
ক্লায়েন্টদের প্রশিক্ষনের
উপকরন, কাটিং-এজ
ট্রেডিং টেকনোলজি
এবং ফরেক্স
মার্কেটে লেটেস্ট
স্ট্রাট্রেজি প্রদান
করে থাকে।
নতুন এবং
প্রফেশনাল উভয়
প্রকারের ট্রেডারই
এসকল সেশন
কার্যকরী পায়।
প্রত্যেকটি
ইভেন্ট আগে
থেকেই পুরোপুরিভাবে
পরিকল্পিত এবং
প্রস্তুত করা
হয়ে থাকে
যাতে এটা
নিশ্চিত হয়
যে সবকিছু
সঠিকভাবে পরিচালিত
হয়। বিরতির
সময় অতিথিদের
মজাদার খাবার
এবং কফি
প্রদান করা
হয়। সবগুলো
ইভেন্ট পরিবারের-মতো
বাতাবরনে সংঘটিত
হয়, যেখানে
সকলে আমন্ত্রিত
এবং FBS এর
সেরা ট্রেডার
এবং পার্টনারদের
সঙ্গ উপভোগ
করতে পারে।
আর সবচেয়ে
গুরুত্বপূর্ণ জিনিস
হচ্ছে, আমাদের
সকল ইভেন্টে
অংশগ্রহন একেবারে
ফ্রি।
আপনি যদি নির্ভরযোগ্য
এবং সৎ ব্রোকারের খোঁজ করে থাকেন, তাহলে FBS এ অ্যাকাউন্ট খোলার কথা ভেবে দেখুন। আপনি
নিজেই অবাক হয়ে যাবেন যে ফরেক্স ট্রেডিং কতোটা সুবিধাজনক হতে পারে যখন আপনি দেখবেন
একটি প্রফেশনাল কোম্পানি আপনার পাশে রয়েছে।
FBS অর্জনসমূহ:
২০০৯
সালে প্রতিষ্ঠাপিত,
FBS অসংখ্য আন্তর্জাতিক
পুরস্কার পেয়েছে,
কাস্টমারদের কাছে
নিজেদের গুনাগুণ
প্রমান করেছে।
এই কোম্পানি
সেরা এফএক্স
আইবি প্রোগ্রাম,
ইন্দোনেশিয়ার সেরা
ব্রোকার, সাউথইস্ট
এশিয়া এবং
থাইল্যান্ডের সেরা
ব্রোকার, সেরা
আন্তর্জাতিক ফরেক্স
ব্রোকার, এবং
২০১৭ সালে
ইন্দোনেশিয়ার সরকার
কতৃক রাস্তা
এবং ঘরবাড়ি
মেরামতের জন্য
বিশেষ পুরস্কার
পেয়েছে, তারসাথে
২০১৬ সালে
এশিয়ার সেরা
কাস্টমার সার্ভিস,
২০১৬ সালে
সেরা আইবি
প্রোগ্রাম, ইন্দোনেশিয়ায়
বছরের সেরা
উচ্চ প্রশংসনীয়
বীমা ব্রোকার,
সেরা ফরেক্স
ব্রান্ড, এশিয়া
২০১৫, ২০১৫
সালে এশিয়ার
সেরা ক্লায়েন্টদের
ফান্ডের সুরক্ষা,
২০১৫ সালে
এশিয়া-প্যাসিফিক
অঞ্চলের সেরা
ব্রোকার, মিডেল
ইস্টের সেরা
ব্রোকার, এবং
আরো অনেক
পুরস্কার পেয়েছে।
FBS সংখ্যায়ঃ
প্রতিদিন ৭,০০০ ট্রেডার এবং পার্টনার অ্যাকাউন্ট খোলা হচ্ছে
আমাদের অর্ধেকের বেশী ক্লায়েন্ট তাদের ডিপোজিটকে ৮-১০ গুন বাড়িয়ে নেয়
৪৮% ক্লায়েন্ট FBS কে নিজেদের মুখ্য আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে
প্রত্যেক ২০ সেকেন্ডে একজন ক্লায়েন্ট উত্তোলনের আবেদন করে
৮০% ভাগের বেশী ক্লায়েন্ট আমাদের সাথে থেকে যায়
FBS সেরা ট্রেডের শর্তাবলী প্রদান করে থাকে:
সর্বনিম্ন ডিপোজিট $১
০ পিপ হতে স্প্রেড
সর্বনিম্ন অর্ডারের ভলিউম ০.০১
লিভারেজ ১:৩০০০ পর্যন্ত
নিমেষে এক্সিকিউশন রিকোট নেই
FBS এর কার্যকলাপ IFSC (ইন্টারন্যাশনাল ফাইনান্স্যিয়াল সার্ভিসেস কমিশন) এবং CySEC (সাইপ্রাস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন) দ্বারা নিয়ন্ত্রিত। এই কমিশনের লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারী এবং ট্রেডারদের সুরক্ষা এবং সিকিউরিটির জন্য কার্যকরী পরিচালনার ব্যাবস্থার তদন্ত করা। CySEC এবং IFSC মার্কেটে পরিষ্কার এবং দ্রুত উন্নয়নে অবদান রাখে। এই কমিশন বিনিয়োগকারী ফার্মগুলো রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে আইনি নির্দেশ এবং ক্রিয়াকলাপ সম্পাদান করছে কিনা তা মনিটর করে। এই সরকারী কতৃপক্ষের কাছে স্টক এক্সচেঞ্জের কার্যকলাপ এবং অপারেশনের ওপর ক্ষমতা রাখে।
এরমানে হচ্ছে আমাদের সাথে কাজ করা সুরক্ষিত এবং নির্ভরযোগ্য। আপনি আন্তর্জাতিক ফাইনান্স্যিয়াল আইনের অধীনে সংরক্ষিত থাকবেন এবং কোন ধরনের আইনী সমস্যার মধ্যে পড়বেন না। FBS আইনের প্রতি গুরুত্তারোপ করে এবং সকল সমস্যা যথোপযুক্তভাবে উপায়ে সমাধান করতে আগ্রহী।
FBS কে কেন বেছে নেবেন?
·
বিশ্বস্ত, সর্বদা উন্নয়নশীল ব্রোকার
·
ফরেক্সে সবচেয়ে লাভজনক অফার
·
দৈনিক হাজারহাজার লাভজনক অর্ডার এক্সিকিউট হয়
·
অতি-দক্ষ প্রফেশনালদের দল কাজ করে
·
লক্ষলক্ষ কৃতজ্ঞ কাস্টমার
নিচের ফরম পূরণ করে
একাউন্ট করুন অথবা ব্যানার ক্লিক করে একাউন্ট খুলুন।
0 Comments