why indicator not profitable

প্রিয় ট্রেডার ভাইরা,

ইন্ডিকেটর ব্যবহারে সাবধান হোন কেন আমরা লস করি তার আর একটি মূল বিষয় নিয়ে আমার এই আলোচনা আজকের বিষয় ইন্ডিকেটর



বাংলাদেশে শতকরা ৯০% ট্রেডার আছেন যারা সবাই, শুধু মাত্র ইন্ডিকেটর কে ফোলো করে ট্রেড করে থাকেন। যেটার জন্য আমরা বাংলাদেশীরা ফরেক্স ট্রেডিং এ প্রফিট করতে পারতেছিনা। আমার অভিজ্ঞতার সূ্ত্রে বলতে পারি। আমি অনেক বিদেশের ট্রেডারদের সাথে বিভিন্ন ওযেবেনার কথা বলে ও ভিডিও দেখে জানতে পারি তারা সবাই খোলা চার্ট এ ট্রেড এনালাইস করে। ইন্ডিকেটর গুলা ব্যবহার করেন শুধু মাত্র কন্ফার্মেশনের জন্য। পরে তাদের ট্রেডিং সিস্টেম দেখে আমি নিজে তা ব্যবহার করি এবং এখন পযর্ন্ত এটাতে ট্রেড করি।

আসলে ইন্ডিকেটার আপনাকে সাহায্য করতে পারে। সরাসরি ইন্ডিকেটর বেইস আপনি ট্রেড নিতে পারেন না। আমি ভিডিও ওতে দেখানোর চেষ্টা করেছি। আরো পরিপূর্ন জানার জন্য সময় আরো বেশি লাগবে তায় যতটুকু সম্ভব আমি কম সময়ের মধ্যে বলার চেষ্টা করেছি। কমেন্ট করে আমাকে জানাবেন আপনার মতামত।  


www.youtube.com/embed/BtgKqoUp0nY

0 Comments