এন্ট্রি নেওয়ার জন্য কি জরুরি ? what is the most important rules for Forex trading

এন্ট্রি নেওয়ার জন্য  কি জরুরি ?
আসুন আজকে কিছু গুরুত্বপূর্ন আলোচনা করি যারা ফরেক্স করেন নোট করুন।
যে কোন কাজের আগে আমরা পরিকল্পনা করে থাকি যেমন একটি বাড়ী নির্মান করার আগে কোথায় কি হবে কোন পিলার কোথায় বসবে কোন রুমে কি হবে এভাবে একটার একটা পরিকল্পনার পর একটা সুন্দর বাড়ী নির্মান হয়। টিক তেমনি ফরেক্স এ কোন এন্ট্রি নেবার আগে কিছু পরিকল্পনা দরকার না হলে আপনার বাড়ী দষে পরবে। বেশি কথায় না গিয়ে মূল বিষয় টুকু বলি। 

What is the most important ruls for forex


১। এন্ট্রি নেবার আগে এনালাইস জরুরি।
২। ভালো কারন ছাড়া এন্ট্রি নিবেন না।
৩। কি কারনে বাই ও সেল নিচ্ছেন।
৪। কয়টা কারনে এন্ট্রি খুজে পাচ্ছেন।
৫। কোন জায়গাতে আপনার এক্সিট পয়েন্ট।
৬। কোথায় আপনার রিস্ক আছে।
৭। কতটুকু সেইফ জোন আছেন।
৮। মার্কেটের মুভমেন্ট কোন দিকে।
৯। প্রাইস এস্ট্রাকচার কেমন।
১০। শেষে যদি আপনার বিপরিতে যায় তাহলে কতটুকু রিস্ক নিবেন।

এগুলার দিকে লক্ষ্য রেখে আমাদের কে এন্ট্রি নেওয়া উচিত। ফরেক্স এমন নই যে মনে চাচ্ছে তাই এন্ট্রি নিয়ে নিলাম একটু আপ গেলে ক্লোজ করে দিয়ে প্রফিট নিব। এটা কখনো প্রফেশনাল ট্রেডার কাজ না।
আপনাকে ২০-৫০ পিপস মার্কেট কেচ করার ক্ষমতা রাকতে হবে। তাহলে আপনি ট্রেডার। 
what is the most important rules for Forex trading 

0 Comments