সার্ফিং ও ফরেক্স জন্য কি প্রয়োজন।
প্রথমে সার্ফিং কি তা বলি সরল ভাষায় সার্ফিং হল সমুদ্রের ঢেউ
এর উপর খেলতে খেলতে টিকে তাকা।
ফরেক্স ট্রেডিং ও সার্ফিং দুই টার ভিতর গবীর সম্পর্ক আছে। সার্ফার যেমন সমুদ্রের বিষাল বিষাল ঢেউ
এর সাথে লড়াই করে টিকে তাকে, টিক তেমনি ভাবে ফরেক্স মার্কেটে ও সেরকম ঢেউ
আছে, যেগুলাতে ট্রেডারগন লডাই করে ফরেক্স মার্কেটে টিকে
তাকে।
হে এটাই সত্যি যারা এই লড়াই জানেনা তারা ঢেউ
সাতে হারিয়ে যাই।কারন তারা সার্ফিং না শিখেই সমুদ্রে নেমে ছিল ঢেউ
সাথে খেলবে বলে। কিন্তু বুদ্বিমান রা কখনো সেটা করবে না যতক্ষন
পর্যন্ত সে জানছে না সার্ফিং কিভাবে করে।
সার্ফিং জিনিস টা
করার জন্য মনে খুবি সাহস আছে এমন মানুষ দরকার। টিক তেমনি ফরেক্স করার জন্য ও সাহসি
মানুষ দরকার দূর্বলদের জন্য ফরেক্স নই।
একজন সার্ফার সহজে
সার্ফার হয়ে উঠেনা তার পিছনে অধম্য সাহস ও শক্তি, মেধার প্রয়োজন।
অনেক বাধা পেরিয়ে
একজন সফল সার্ফার হয়। ফরেক্স কে কেউ যদি সহজ মনে করে তাহলে অনেক বুল বুজতেছেন। এখানে
টিকে তাকাটা একজন যুদ্বার ন্যায়।
সার্ফিং না করলে
সার্ফিং কতটুকু কষ্টের সেটা কেউ বুজতে পারবেনা। যে একবার শুরু করে সার্ফিং শিখে ফেলেছে সেই বলতে
পারবে সার্ফিং করতে হলে , কোন কোন ধাফ গুলা ফলোকরে শিখলে সহজে সার্ফিং শিখা যায়। কতটুকু
সময় প্রয়োজন ও কতটুকু সময়ে শিখা যাই। ফরেক্স ও তার ভিন্ন নয়, সঠিক ভাবে ফরেক্স না শিখলে
এত বড় সমুদ্রে ডুবে মরার সুযোগ বেশি। একজন ফরেক্স মেন্টর শিখাতে পারবে সঠিক ফরেক্স,
কোন জায়গাতে কিভাবে (সার্ফিং করতে হয়) ট্রেড করতে হয়।
সার্ফিং বোট নিয়ে
পানিতে নামলে কিন্তু সার্ফার বলা যায় না। তেমনি ফরেক্স বেসিক শিখে কেউ ফরেক্স ট্রেডার
হয়ে যায় না। সার্ফার রা যেমন ঢেউ সাথে খেলে তেমনি ভাবে আপনাকে ও ফরেক্স এর ঢেউ গুলার
সাথে খেলতে শিখতে হবে।
ফরেক্স এর ঢেউ কি
ছবিতে দেখলে বুজবেন। ছবিতে আমি যে গুলা চিহ্ন দিয়ে দিছি ঐগুলাই হল ফেরেক্স এর ঢেউ।
সঠিক ভাবে ফরেক্স শিখুন ফরেক্স মার্কেটের ঢেউ এর সাথে লড়াই করে টিকে তাকতে শিকুন। সফল
ট্রেডার হয়ে উটুন। শুভ কামনা সবার জন্য ।
একটি ফরেক্স একাউন্ট খুলন
ওপেন একাউন্ট
0 Comments