what is Forex

ফরেক্স কি What is Forex?

ফরেক্স কি? এটা খুব সিমপল ইহা একটি গ্লোভাল মার্কেট যেটা একটি দেশের কারেন্সি অন্য আরেকেটি দেশের কারেন্সির সাথে এক্সচেঞ্জ করে।




যদি আপনি কোন দেশে যান তখন দেখবেন এয়ারর্পোট কিছু কারেন্সি এক্সচেঞ্জ বুথ পাবেন যদি আপনি চান যে আপনার বাংলা টাকা দিয়ে যে দেশে যাবেন সে দেশের টাকা নিবেন ধরুন আপনি আমেরিকা যাবেন তাহলে আপনি ডলার নিবেন।




আপনি তখন স্ক্রিনে দেখবেন বা আপনাকে দেখানো হবে এক্সচেঞ্জ রেট কত এক ডলার সমান বাংলাতে কত খরচ হল। অহ আপনি পেলেন ডলার তার বিনিময়ে আপনি দিলেন ৮০ টাকা। যখন আপনি এমন একটা লেনদেন করলেন এয়ারর্পোট বসে তখন অটোমেটিক আপনি একটা ফরেক্স লেনদেন করে ফেলনেন।


আপনি যখন আমরিকা থেকে বাংলাদেশে ফেরত আসবেন তখন আপনার ডলার গুলো সেল দিবেন বুথ গেলেন তখন দেখলেন ডলার সমান ৯০ টাকা চলে তখন বুজেন আপনি কিনে চিলেন ৮০ টাকা এখন বাজার দর বেড়ে যাওয়ার কারনে ১০ টাকা বেশি পেলেন এটা আপনার মুনাফা।

একি ভাবে যে আমেরিকান ভিসিটর বাংলাদেশে আসবে তারাও একি কাজটা করবে।

সাভাবিক ভাবে সবাই এটাকে Forex বা FX বলে যেটা সারা বিশ্বের সব থেকে বড় ফিনিন্সিয়াল মার্কেট। যেখানে প্রতিদিনে ট্রিলিয়ন ডলার লেনদেন সম্পন্ন হয়।

বিশ্বের সেরা স্টক মার্কেট ফরেক্স মার্কেট ডেইলি লেনদেন পরিমান কত জানেন? নিচে তার র্চাট দিলাম
  • Forex Market 
  • $5.00 trillion
  • New York Stock Exchange
  • $22.4 billion
  • Tokyo Stock Exchange
  • $18.9 billion
  • London Stock Exchange
  • $7.2 billion


  • ফরেক্স মার্কেট অনেক বড় বিশাল যার পরিমান কোন মার্কেট নাই বিশ্বে
  • Open Account








0 Comments