ইন্টারনেট বা অনলাইন এর মাধ্যামে যে সব উপায়ে আয় করা যায় তার মধ্যে ফরেক্স ট্রেডিং অন্যতম । অনেকে আবার বাড়তি আায়ের উৎস হিসেবে ফরেক্স মার্কেট এ কাজ করছেন অনেক দিন কিন্তু কোন ভাবেই সফলতার ধারে কাছে যেতে পারছেন না । এর অর্থ এই নয় যে তারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল ধারনা রাখেন না বা ভালো কোন স্ট্র্যটাজি তাদের জানা নাই । বরং ভাল সিষ্টেম জানা সত্বেও অনেকে ফরেক্স থেকে নিয়মিত আয় করতে পারছে না , তারা আরো ভালো কিছু জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা মনে করে এখন পর্যন্ত ভালো কিছু শিখতে পারে নি । শেখার পাশাপাশি যে তা মানতে হবে তা অনেকে বেমালুম ভুলেই যাই ।ফরেক্স হতে নিয়মিত আয় না করার জন্য যে সমস্ত কারন গুলো দায়ী তার মাঝে অন্যতম হল লোভ ।
![]() |
Greed in forex |
আপনি জানেন কি এই লোভ আপনার অজান্তেই আপনাকে ওভঅরট্রেড আর ভুল ট্রেড সেটআপ এ সহয়তা করে জন্মগতভাবে মানুষের ভিতর লোভ বা গ্রীডিনেস থাকে ।
আর আপনি যদি দেখেন এই খারাপ বদ অভ্যাসটা আপনার ভিতর নাই তাহলে অন্তত ফরেক্স ট্রেডিং করতে আসলে এই গ্রিডিনেস বা লোভ আপনার ভিতর কাজ করবে এটা আমি নিশ্চিত ।
লোভ হল ফরেক্স এ ফেল করার অন্যতম কারন । লোভের কারনে অনেকে ভাল ট্রেডার হতে পারেন না বা লোভ আপনাকে কখনই ভাল কোন ট্রেডার হতে দেয় না । কিন্তু লোভের এই ভয়াভহ পরিনতি সম্পর্কে অনেকেই নির্বিকার বা অসচেতন ।
আসুন দেখি আমাদের ভিতর ফরেক্স ট্রেডিং এ লোভ কাজ করে কিনা এবং কিভাবে এটা আমাদেরকে প্রভাবিত করে

1.আপনি যদি ওভারট্রেড করেন । অর্থাৎ কোন একটা ট্রেড এ লস হলে ঐ লস কভার করার জন্য একটার পর একটা ট্রেড ওপেন করা
2.কোন সঠিক ট্রেডসেট আপ না থাকা সত্বেও যদি আপনি ট্রেড ওপেন করেন
3.প্রোত্যেক দিন যদি ট্রেড ওপেন করতে না পারলে যদি আপনার কাছে অস্বস্তি লাগে ক্রেজিফিল করেন ।
4.আপনি যদি অল্পসময়ের ভিতর আপনার একাউন্ট ডাবল বা ত্রিপল করতে চান ।
5 কোন একটা সুযোগ মিস হলে যদি আপনার গা জ্বালা করে এবং মেজাজ খিটখিট করে আর মনের ভিতর আপসোস বেড়ে যায় ।
6.আপনার যদি লস ট্রেড ক্লোজ করতে মন না চায় ।
7.অনেকগুলো ইনডেকেটর বা ষ্ট্র্যাটাজি ফলো করা যাতে করে কোন দিন ট্রেড না করা থেকে ভিরত থাকা না লাগে
8.অল্প টাইমফ্রেম ব্যাবহার করে অনেক ট্রেডসেটআপ খোজা , ষ্টপলস ব্যাবহার না করে বড় প্রফিট র্টাগেট করা ।
8.অল্প টাইমফ্রেম ব্যাবহার করে অনেক ট্রেডসেটআপ খোজা , ষ্টপলস ব্যাবহার না করে বড় প্রফিট র্টাগেট করা ।
9. মানিম্যানেজম্যান্ট ফোলো না করে বড় বড় ট্রেড ওপেন করা এবং কোন ট্রেড উইন করলে খুশিতে আত্নহারা হয়ে যাওয়া ।
উপরোক্ত অভ্যাস গুলো যদি কারো ভিতর থাকে তাহলে এগুলো রিকভার না করা পর্যন্ত ফরেক্স এ ভালো কোন অবস্থানে যাওয়া অনেক দূরহ কাজ হবে আমার মনে হয় ।
ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন
লেখক ভাই মো:মাসুদুর রহমান
ফরেক্স ট্রেডার
0 Comments